জেলা সরকারি গণগ্রন্থাগার (৫০০/- বা ১০০০/- জামানতের ভিত্তিতে) ৩ ধরণের সদস্য নিবন্ধন করে থাকে :-
(ক) শিশুসদস্য : অনুর্ধ্ব ১৮ বছর ।
(খ) ছাত্র/ছাত্রী সদস্য : যাদের বয়স ১৮ বছরের উর্ধ্বে এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।
(গ) সাধারণ সদস্য : ছাত্র/ছাত্রী ব্যতীত ১৮ বছরের বেশি বয়সের সর্বসাধারণ।
* সদস্য আবেদন ফরমের মূল্য ১০/- (দশ টাকা)। * সদস্যের মেয়াদ এক বছর। * পরবর্তি প্রতি বছর সদস্য নবায়ন ফিস ৫০/-।
* একজন সদস্য ২টি করে বই ১৫ দিনের জন্য ধারে নিতে পারেন। * ২কপি ছবি ও এনআইডি/জন্ম নিবন্ধনের অনুলিপি সঙ্গে আনতে হবে * ধন্যবাদ *
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস