Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০১৯ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ।
বিস্তারিত

   ক) রচনা প্রতিযোগিতাঃ

 

ক্রমিক

গ্রুপ

শ্রেণি

বিষয়

শব্দসীমা

‘ক’

পঞ্চম-অষ্টম

খোকা থেকে বঙ্গবন্ধু

১০০০

‘খ’

নবম-দ্বাদশ

বঙ্গবন্ধু ও বাংলাদেশ  

১২০০

‘গ’

স্নাতক-স্নাতকোত্তর

বঙ্গবন্ধুর কারাগার জীবন

১৫০০

‘ঘ’

সর্বসাধারণ

 ১৫ আগস্টের শোকাবহ রাত

১৮০০

 

 

খ) চিত্রাংকন প্রতিযোগিতা

ক্র.নং

গ্রুপ

বয়সসীমা

চিত্রাংকন প্রতিযোগিতার বিষয়

সময় ও স্থান

১.

‘ক’

অনূর্ধ-৭ বছর

উন্মুক্ত

২০.০৮.২০১9 তারিখ বিকাল ৩ টায় ।

জেলা সরকারি গণগ্রন্থাগার, নড়াইল ।

২.

‘খ’

অনূর্ধ-১২ বছর

শিশুদের প্রিয় বঙ্গবন্ধু

   

রচনাঃ নড়াইল জেলার প্রতিযোগীদের স্বহস্তে লিখিত রচনা ২১.০৮.২০১৯ খ্রি. তারিখের মধ্যে নড়াইল জেলা সরকারি গণগ্রন্থাগারে জমা দিতে হবে ।

শর্তাবলীঃ

    ১.  রচনা A4 সাইজ সাদা কাগজে স্বহস্তে (প্রতি পাতার এক পৃষ্ঠায়) লিখতে হবে । উভয় পৃষ্ঠায় লেখা যাবে না ।

    ২.  ছাত্র-ছাত্রীদের রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ জমা দিতে হবে ।

    ৩. ‘ঘ’ গ্রুপের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নসহ রচনা জমা দিতে হবে ।

    ৪.  রচনায় অবশ্যই প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে  ।

    ৫.  রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না ।

    ৬. চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাগজ/আর্ট পেপার ব্যতীত চিত্রাংকনের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ সঙ্গে আনতে হবে ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/07/2019
আর্কাইভ তারিখ
04/11/2019